• লাইফস্টাইল

প্রথমবারের মতো বাংলাদেশে শুরু হয়েছে ফ্যাশন উইক-২০১৯

  • লাইফস্টাইল
  • ২৪ ফেব্রুয়ারী, ২০১৯ ২১:০৪:৪৭

বাংলাদেশে অনেক মেধাবী এবং সম্ভাবনাময় ফ্যাশন ডিজাইনার থাকলেও হাতে গোনা কয়েকজন ছাড়া বাকিদের আর্ন্তজাতিক অঙ্গনে পরিচিত কম। তাই দেশীয় ফ্যাশন ডিজাইনারদের বিদেশিদের কাছে তুলে ধরতে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে বাংলাদেশ ফ্যাশন উইক। যেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৩০জন ডিজাইনার অংশ নিচ্ছেন। এ প্রসঙ্গে বাংলাদেশের ফ্যাশন ডিজাইনার মাহিন খান বলেন, আমাদের ফ্যাশন ডিজাইনাররা বিশ্ব থেকে বিচ্ছিন্ন। আমরা আমাদের কাজগুলো প্রদর্শনের খুব একটা সুযোগ পাই না। যেহেতু বিদেশে আমরা সেভাবে আমন্ত্রিত হই না, হয়তো কয়েকজন হই। তাই আমার কাছে মনে হয়েছে আমাদেরই একটু চেষ্টা করা উচিত। বাংলাদেশি ফ্যাশন ডিজাইন এবং আমাদের সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার উদ্দেশ্যেই এ ফ্যাশন উইক আয়োজন করা হয়েছে। কুহু বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম পোষাক প্রস্তুতকারী দেশ কিন্তু আমরা (ডিজাইনাররা) সেখানে থেকে খুব একটা সাহায্যে পাই না। যে ভাবে আমাদের অলংকার শিল্পীদের সবাই ভুলে গেছে। যে বুড়ো মানুষটি এক সময় পুতির, লেইসের, স্বর্ণের গয়না, বালা বানাতো সে এখন কোথায়? আমরা তাদের এগিয়ে নিয়ে আসছি। ইাতহাস ঐতিহ্য এবং সংস্কৃতি এই বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে ফ্যাশন উইকে অংশ নেওয়া ডিজাইনারদের কাজে। মালয়েশিয়া ফ্যাশন ডিজাইনার এড্রিক অং বলেন, আমার সব ডিজাইন পরিবেশ বান্ধব হ্যান্ড ওভেন ইকার টেক্রাইলের পন্য। এগুলো বর্নিও লোকজন নিজের হাতে তৈরি করে। ২৩ শে ফেব্রুয়ারি শুরু হওয়া এই আয়োজন চলবে ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত। তৃতীয় দিনে মালয়েশিয়ার এড্রিক অং, শ্রীলঙ্কার কাঞ্চনা থালপাইতা ইন্দোনেশিয়ার মেরদি শিহমবিং, ভারতের কল্লোল দত্ত এবং পাকিস্তানের ফাইজা সামী প্রদর্শনীতে অংশ নেবেন। এছাড়াও বাংলাদেশের কুহু, এমদাদ হক, চন্দনা দেওয়ান, মারিয়া সুলতানা, রিফাত রহমান এবং মাহিন খান ফ্যাশন প্রদর্শন করবেন।

মন্তব্য ( ০)





  • company_logo