• আন্তর্জাতিক

সবকিছুর জন্য প্রস্তুত থাকুন: ইমরান খান

  • আন্তর্জাতিক
  • ২৭ ফেব্রুয়ারী, ২০১৯ ১২:৫৩:০৯

ভারতের আক্রমণের পর মঙ্গলবার দুপুরেই জরুরি বৈঠকের ডাক দেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন পাক প্রশাসনের কর্তাব্যক্তি, পাকিস্তান সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী এবং সেনাপ্রধান। বৈঠক শেষে পাকিস্তান সেনা এবং পাক জনসাধারণকে সব কিছুর জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন ইমরান খান। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৫ ফেব্রুয়ারি) পাকিস্তান সীমান্ত অতিক্রম করে বিমান হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। হামলার বিষয়টি নিশ্চিত করে দেশটির বিমান বাহিনী জানায়, সোমবার রাত ৩টা থেকে সীমান্ত রেখায় একযোগে এ হামলা চালানো হয়। হামলায় ১২টি যুদ্ধবিমান অংশ নেয় বলেও জানানো হয়। এ হামলায় তিনশ জন নিহত হয়েছে বলেও দাবি করা হয় ভারতের পক্ষ থেকে। হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের জবাব কী হবে সেটা নিয়ে আলোচনা করতেই মঙ্গলবার জরুরি বৈঠক ডাকেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। যেখানে উপস্থিত ছিলেন দেশটির সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জুবের হায়াত, নৌসেনা প্রধান জাফর মুহাম্মদ আব্বাসী ছাড়াও প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিরা। বৈঠকের পর পাকিস্তান প্রধানমন্ত্রীর দফতর থেকে বিবৃতিতে বলা হয়, 'বৈঠকে ঠিক হয়েছে, কোনও রকম প্ররোচনা ছাড়াই হামলা চালিয়েছে ভারত। যার জবাব নির্দিষ্ট সময়েই দেবে পাকিস্তান।’ এতে আরো বলা হয়, 'পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং দেশের সাধারণ নাগরিকদের সব কিছুর জন্য প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।' প্রধানমন্ত্রী দফতরের বিবৃতির পর সাংবাদিকদের সাথে বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তাঁর সঙ্গে এ বৈঠকে ছিলেন পাক অর্থমন্ত্রী আসাদ উমর এবং পাক প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টাক। কুরেশি জানান, ভারতের এই হামলার জবাবে আন্তর্জাতিক দুনিয়ায় জনমত তৈরির চেষ্টা করছে পাকিস্তান। তিনি বলেন, 'আমি নিজে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছি। আমাদের পররাষ্ট্র সচিব তেহমিনা জানজুয়া জেদ্দায় ওআইসির সঙ্গে কথা বলেছেন। আমরা সবাইকেই আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি।' কুরেশি বলেন, 'পাকিস্তান রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিক স্তরে প্রত্যাঘাত হানবে। আমাদের সীমান্ত সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তা আমরা ভালই বুঝি।'

মন্তব্য ( ০)





  • company_logo