• আন্তর্জাতিক

হাত মেলান, ইমরান-মোদিকে মালালা

  • আন্তর্জাতিক
  • ২৮ ফেব্রুয়ারী, ২০১৯ ১২:৫৪:৫১

পাকিস্তান-ভারত উত্তেজনার মধ্যে দুই দেশকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন নোবেল জয়ী পাকিস্তানের মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই। বুধবার টুইটারে এক পোস্টে এ আহ্বান জানান তিনি। মাইক্রোব্লগিং সাইটটিতে ‘সে নো টু ওয়্যার’ হ্যাশট্যাগ ব্যবহার করেন এ কিশোরী। মালালা যত দ্রুত সম্ভব এ যুদ্ধাবস্থা বন্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি অর্থবহ সংলাপে বসার আহ্বান জানান। তিনি দীর্ঘদিন ধরে চলমান কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানের আহ্বানও জানান। টুইটারে মালালা ইউসুফজাইয়ের লেখা পোস্ট- ‘আমি এই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি সত্যিকার নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। আপনারা বসুন, হাত মেলান এবং সংলাপের মাধ্যমে বর্তমান সংঘাত ও দীর্ঘদিনের কাশ্মীর সংকটের সমাধান করুন। যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে অবগত সবাই একমত যে, প্রতিশোধ কখনই সঠিক পথ নয়-একবার শুরু হলে তা শেষ হতে চায় না। চলমান যুদ্ধগুলোর কারণে আজকে লাখ লাখ মানুষ ভুগছেন- আমাদের আরেকটি যুদ্ধের দরকার নেই। এখন দুর্দশাগ্রস্ত মানুষগুলোকেও সামলাতে পারে না আমাদের বিশ্ব। দুই দেশের নাগরিকরাই জানেন যে, সন্ত্রাসবাদ, দারিদ্র্য, অশিক্ষা ও স্বাস্থ্যসেবা সংকটই আসল শত্রু- তারা একে অপরের শত্রু নয়।’ উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা এলাকায় ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে বাহিনীটির অন্তত ৪০ সদস্য প্রাণ হারান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ হামলার দায় শিকার করে। পরে গতকাল মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালায়। দেশটি জানায়, জইশ-ই-মুহাম্মদের ঘাঁটি ধ্বংসের উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়। তবে, পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেন, হামলার বিষয়ে ভারত মিথ্যা বলছে। বাস্তবতা হচ্ছে আমাদের ভূখণ্ডে হামলার কোনো ঘটনাই ঘটেনি।

মন্তব্য ( ০)





  • company_logo