• বিনোদন

ত্রিভুজ প্রেমের গল্প "মনে প্রাণে"

  • বিনোদন
  • ২৬ জানুয়ারী, ২০১৯ ১২:২০:০৯

ওয়ানস, খুঁজি তোমায়, বিলাভড, পরশ  ও প্রেমছবি,  এমন কিছু দর্শক জনপ্রিয় নাটকের পর আবারও জাফরীন সাদিয়ার রচনায় ও প্রযোজনায় নির্মিত হলো ভালোবাসা দিবসের টেলিফিল্ম "মনে প্রাণে"। আর টেলিফিল্মটি পরিচালনা করেছে রুবেল হাসান। গল্প সম্পর্কে জাফরীন সাদিয়া বলেন, “আমার গল্পগুলোতে আমি বরাবরই চাই, এমন কিছু তুলে ধরতে যা দেশে বিদেশে ছোট বড় সকল শ্রেণীর দর্শক ভালোলাগার কিছু না কিছু মুহূর্ত নিজেদের জীবনের সাথে কানেক্ট করতে পারে। দর্শক যেন নাটক দেখে বলে, অনেক দিন মনে থাকবে। দর্শকই যেখানে আমাদের প্রাণশক্তি তাই আমরা চেষ্টা করি যেন গল্পগুলায়ে কোনো রকম স্বল্পতা না থাকে। গল্পের প্রয়োজনে আমরা দেশের সুন্দর সুন্দর লোকেশন যতটুকু সম্ভব খুঁজে বের করি। নিজের কাজগুলো তাই প্রযোজনা করছি, কোনো রকম কম্প্রোমাইসে যেতে চাই না, গল্পটাকে সাজাতে তাই বাজেট এর কোনো স্বল্পতা রাখি না। পরিচালক থেকে শুরু করে সকল কলাকুশলীরা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ গুলো করে থাকেন। এ ব্যাপার গুলো দর্শক ইতিমধ্যে আমাদের কাজগুলো দেখে বুঝতে পেরেছেন। সোশ্যাল মিডিয়া, ইউটিউবে তাদের মূল্যবান মতামত ও উৎসাহ দিয়ে যাচ্ছেন রীতিমতো প্রতিনিয়ত। মনে প্রাণে টেলিফিল্মটিতে দর্শক পাবেন একটা অনুপ্রেরণার গল্প, একটা ভালোবাসার গল্প, জীবন যুদ্ধের গল্প। আমাদের জীবনে কিছু কিছু আকস্মিক দুর্ঘটনা যখন ভাংচুর করে দেয় আমাদের সাজানো স্বপ্ন গুলোকে তখন ভালোবাসা ও বিশ্বাস নিয়ে এগিয়ে গেলে আবারো ঘুরে দাঁড়ানো সম্ভব। ভালোবাসার মানুষটাকে সুখী দেখে আমরা হাসিমুখে জীবন চালিয়ে নিতে পারি। পাশে থেকে বা দূরে গিয়েও সেই সব স্বপ্ন পূরণ করা সম্ভব, যদি আমরা মনে প্রাণে তা চাই। আশা করি দর্শক আমাদের এবারের গল্পটাও পছন্দ করবেন”। মনে প্রাণে টেলিফিল্মটিতে অভিনয়ে আছেন জনপ্রিয় অভিনয় শিল্পী অপূর্ব, মেহজাবিন ও মৌসুমী হামিদ এবং সহ শিল্পী হিসাবে আছেন খালেকুজ্জামান, বিদ্যা নাথ সাহা, আতিকুর রাহমান শিবলী, ফিরোজ, ফারুক, অনিক প্রমূখ। টেলিফিল্মটির সংগীত আয়োজন ও কণ্ঠ দিয়েছে নির্ঝ হাবিব, মিক্সিং এ আছে হৃদয়, গানের কথা লিখেছেন গল্পকার ও প্রযোজক জাফরীন সাদিয়া নিজেই। আসছে ১৪ই ফেরুয়ারি একুশে টেলিভিশনে টেলিফিল্মটি সম্প্রচারিত হবে। এবং পরবর্তীতে প্রযোজনা প্রতিষ্ঠান “জাফরীন ষ্টুডিও” এর ইউটিউব চ্যানেলে টেলিফিল্মটি পাওয়া যাবে।

মন্তব্য ( ০)





  • company_logo