• সমগ্র বাংলা

নরসিংদীতে শিশু অপহরণের ২১ ঘন্টা পর আশুগঞ্জ থেকে উদ্ধার

  • সমগ্র বাংলা
  • ০২ ফেব্রুয়ারী, ২০১৯ ১৪:৪২:০৮

মোঃ সালাহউদ্দিন আহম্মেদ: নরসিংদীর রায়পুরায় অপহরণের ২১ ঘণ্টা পর অপহৃত তানহা আক্তার (৭) নামে এক শিশুকে বি-বাড়িয়ার আশুগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রিনা আক্তার নামে এক অপহরণকারী নারীকে আটক করা হয়েছে। তানহা রায়পুরা পৌরসভার তাত্তাকান্দা এলাকার মালেশিয়া প্রবাসী বিরাজ মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হন তানহা। অনেক খোঁজ করেও সন্ধান না পাওয়ায় ওই রাতেই রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি হয়। নিখোঁজের পর রাত পৌনে ১০টায় অপরিচিত একটি নাম্বার থেকে কল করে শিশুটির মা নিকট মুক্তিপণ হিসাবে পাঁচ লাখ টাকা দাবি করে এবং মুক্তিপণের টাকা আশুগঞ্জের মধুপুর নিয়ে আসতে বলে। পুলিশকে জানালে মেরে ফেলাও হুমকি দেয়। অপহৃত তানহার মা ইয়াসমিন রাতেই বিষয়টি পুলিশকে জানান। শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পুলিশ রিনাকে তার বাড়ি আগুগঞ্জ উপজেলার মধুপুর এলাকার থেকে আটক করে। এ সময় রিনার দেওয়া তথ্য মতে তানহাকে তালাবদ্ধ একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo