• উদ্যোক্তা খবর

উইবিডি পুরস্কার পেল সুবজায়ন বিষয়ক প্রতিষ্ঠান ‘গ্রিন স্টিম’

  • উদ্যোক্তা খবর
  • ০৯ ফেব্রুয়ারী, ২০১৯ ২০:২২:৫৩

বাসা-অফিস সুবজায়ন বিষয়ক প্রতিষ্ঠান ‘গ্রিন স্টিম’ উইমেন এন্ট্রপ্রিনিয়রস বাংলাদেশ (উইবিডি) পুরস্কার পেয়েছে। রাজধানীর ধানমন্ডিতে ডব্লিউভিএ অডিটোরিয়ামে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা পণ্য মেলার দ্বিতীয় দিনে গ্রিন স্টিমের প্রধান নির্বাহী ইবনুল সাইদ রানার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেল তিনটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেলিমা আহমেদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) মহাসচিব তৌহিদ আহমেদ, ই-কমার্স এসোসিয়েশন অফ বাংলাদেশের ব্র্যান্ড ও মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সায়েদ রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব প্রমুখ। গ্রিন স্টিমের প্রধান নির্বাহী ইবনুল সাইদ রানা বলেন, ‘ব্যস্ত শহরে বৃক্ষ রোপণ করার খালি জায়গা ক্রমশই কমে আসছে। এসব চিন্তা করে অফিস ও ঘরের অভ্যন্তরে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে গ্রিন স্টিম। এতে ঘরের সৌন্দর্য বাড়বে। বাসায় ফ্রিজ, অ্যারোসল বা মশার কয়েল এবং মানুষ যে পরিমাণ কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে, তার জন্য ঘরে গাছ লাগানো জরুরি। কাঠফাটা গরমেও ঘরকে শীতল রাখবে গাছপালা।’ তিনি বলেন, ‘কর্মজীবীদের অনেকেরই দিনের প্রায় ৮-১০ ঘণ্টা কাটে অফিসে। এই দীর্ঘ সময় কাজের ব্যস্ততার মাঝেও মানসিক প্রশান্তি ধরে রাখতে ও প্রাণবন্ত থাকতে গাছের জুড়ি নেই। স্বাস্থ্য ভালো রাখতে ও চোখ জোড়াকে আরাম দিতে গাছ বেশ কার্যকর। বাসা কিংবা অফিসে গাছ পৌঁছে দেওয়ার পাশাপাশি মানুষকে সচেতন করার জন্য কাজ করছে গ্রিন স্টিম।’

মন্তব্য ( ০)





  • company_logo