• আন্তর্জাতিক

‘ভালোবাসা’ দিবসে বিয়ে করতে দুই যুবকের মামলা

  • আন্তর্জাতিক
  • ১২ ফেব্রুয়ারী, ২০১৯ ০৯:০১:৪৭

আসছে আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আর এ ভালোবাসা দিবসেই বিয়ে করার অধিকার আদায়ে আদালতে মামলা করতে যাচ্ছে জাপানের ১৩ সমকামী যুগল৷ শুধু রাজধানী টোকিওতে নয়, আগামী ১৪ ফেব্রুয়ারি জাপানের কমপক্ষে চারটি শহরের আদালতে মামলা হবে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ইয়োশি ইয়োকোইয়ামা নামের এক আইনজীবী৷ রয়টার্সকে ইয়োশি বলেন, ‘সংবিধান আপনাকে সুখি থাকার অধিকার দিয়েছে, সম অধিকার দিয়েছে, সমকামীদের বিয়ের অধিকার না দিয়ে আপনি তা লঙ্ঘন করছেন৷ আমি আমার মক্কেলদের পক্ষে অবশ্যই আইনি লড়াই করব। এশিয়ার অন্যান্য দেশের চেয়ে জাপানে সমকামিতার ব্যাপারটি বেশ সহনশীল। তবে সামাজিকভাবে সমকামী দাবি করার ব্যাপারে এখনো কিছু বিধি-নিষেধ আছে৷ প্রচলিত এই মনোভাবের পরিবর্তন আনতে এক যুগল ২৫টি দেশে যেখানে সমকামী বিয়ে বৈধ সেখানে তাদের বিয়ের ছবি প্রদর্শনীর করার কথা ভাবছেন৷ তবে বিয়ে অবৈধ হলেও দেশটির অনেক শহরে সমকামী যুগলরা সনদ ব্যবহার করে যে কোনো বিবাহিত যুগলের মতো বাসা ভাড়া করা কিংবা হাসপাতালে দেখতে যাওয়া ইত্যাদি সুবিধা লাভ করতে পারে৷ সূত্র- রয়টার্স

মন্তব্য ( ০)





  • company_logo