• বিনোদন

প্রথমবার কলকাতা মাতাতে যাচ্ছে ‘চিরকুট’

  • বিনোদন
  • ২৭ ডিসেম্বর, ২০১৮ ২৩:০৪:১২

কলকাতার নজরুল মঞ্চে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা উৎসব-২০১৯’। আর এই উৎসবের দ্বিতীয় দিন রাতে গান পরিবেশন করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। নতুন বছরের ৪ জানুয়ারি থেকে শুরু হয়ে উৎসবটি চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। এ উৎসবে গান গেয়ে শোনাবেন দুই বাংলার জনপ্রিয় শিল্পীরা। জানা গেছে, ৪ জানুয়ারি সকালে কলকাতার উদ্দেশে রওনা দেবেন ‘চিরকুট’ ব্যান্ড দলের সদস্যরা। এ আয়োজনে বাংলাদেশ থেকে আরো অংশ নিচ্ছেন বাপ্পা মজুমদার, রেজওয়ানা চৌধুরী বন্যাসহ আরো কয়েকজন শিল্পী। কলকাতার ব্যান্ডদল চন্দ্রবিন্দু, অনুপম রায়, লোপামুদ্রা মিত্রসহ আরো বেশ কয়েকজন খ্যাতনামা শিল্পীরাও গান গাইবেন এই উৎসবে। উৎসবটি আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে বেঙ্গল ফাউন্ডেশন, নাথিং বিয়ন্ড সিনেমা এবং বেঙ্গল চেম্বার্স অব কমার্স কলকাতা। চিরকুট এর আগে ২০১২ ও ২০১৪ সালে ভারতের দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে, ব্যাঙ্গালুরু, শিলিগুড়ি, জলপাইগুড়ি, বালুরঘাট এবং আগরতলাতে কনসার্ট করলেও কলকাতাতে গাইবেন এবারই প্রথম।

মন্তব্য ( ০)





  • company_logo