• খেলাধুলা

ব্যাডমিন্টনের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ইতিহাস

  • খেলাধুলা
  • ০৩ জানুয়ারী, ২০১৯ ২৩:১০:২২

ক্রিকেট-ফুটবলের জোয়ারে ব্যাডমিন্টনের খবর অনেকের হয়তো অজানা। এশিয়ান অঞ্চলে বহুল জনপ্রিয় এই ইনডোর খেলাটিকে বিশ্ব মণ্ডলে একটি ভালো অবস্থানে নিয়ে যাচ্ছেন দেশের কয়েকজন জুনিয়র শাটলার। ব্যাডমিন্টনের সবশেষ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বলতে গেলে ইতিহাস রচনা করেছে লোকমান-গৌরবরা। প্রথমবারের মতো বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৫০’এর ভেতরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। জুনিয়র শাটলারদের সাম্প্রতিক সাফল্য র‌্যাঙ্কিংয়ে এমন পরিবর্তন এনে দিয়েছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক জুনিয়র প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য দেখিয়েছে লোকমান-গৌরব-মঙ্গলরা। পাঁচটি ইভেন্টের তিনটিতে স্বর্ণপদক পেয়ে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ পদকজয়ীর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে গেছে। যার ফল সরাসরি পেয়েছেন শাটলাররা। প্রথমবারের মতো বিশ্ব র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে এই উদীয়মান শাটলাররা। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ২০০’র মধ্যে জায়গা করে নিয়েছেন দেশের আটজন শাটলার। এক’শর মধ্যে আছেন চারজন! দেশের ইতিহাসে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের ৫০’ এ জায়গা করে নিয়েছেন আব্দুল হামিদ লোকমান, ৫১তম স্থানে এস.এম. সিবগাত উল্লাহ, ৫৭তম স্থানে গৌরব সিংহ, ৯৪তম স্থানে মঙ্গল সিংহ, ১৩২তম স্থানে আকিব সোলেয়মান, ১৬৮তম স্থানে খন্দকার আব্দুস সোয়াদ, ১৮৬তম স্থানে মোহাম্মদ হানিফ ও ২০৯তম স্থানে আছেন রওনক নবী প্রিয়। দেশের জুনিয়র শাটলারদের এমন দুর্দান্ত সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি জনাব আবদুল মালেক এবং সাধারণ সম্পাদক জনাব আমির হোসেন বাহার। র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নেয়া ৮জন শাটলারসহ মোট ১৩ জনকে নিয়ে স্বল্পমেয়াদী ক্যাম্প করার আশ্বাস দিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। আমির হোসেন জানান, ‘অবিস্মরণীয় সাফল্যে আমরা মুগ্ধ। প্রথমবার ইতিহাসে বাংলাদেশ এমন সাফল্য এনেছে। ১৩জনকে নিয়ে আমরা ক্যাম্প করতে চলেছি। আমাদের বিদেশি কোচ তাদের দায়িত্বে থাকবে। সাফ গেমসে প্রাথমিক ভাবে ভালো করাকে লক্ষ্য বানিয়েছি। সেজন্য ক্যাম্প করছি তাদের নিয়ে। তবে, দীর্ঘমেয়াদী ক্যাম্পের জন্য দরকার অর্থনৈতিক অবস্থার উন্নতি। আশা করি সেটাও হবে একসময়। আপাতত সাফ গেমসকে কেন্দ্র করে ক্যাম্প করবো।’ এ দিকে র‌্যাঙ্কিংয়ে এমন সাফল্যে খুশি লোকমান কোচদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এমন সাফল্যের পেছনে যারা কাজ করেছেন সবাইকে ধন্যবাদ। এভাবেই যাতে সাফল্য ধরে রাখতে পারি। দোয়া করবেন আমাদের।’

মন্তব্য ( ০)





  • company_logo