• বিনোদন

‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রের প্রচারণায় নামলেন নন্দিত অভিনয় শিল্পী আশনা হাবিব ভাবনা

  • বিনোদন
  • ১৮ নভেম্বর, ২০১৮ ১১:২৪:৫২

‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রের প্রচারনায় নেমেছেন প্রজন্মের প্রিয় অভিনয় শিল্পী আশনা হাবিব ভাবনা। আসছে ১৪ ডিসেম্বর নতুন ভাবনার সিনেমা রাত্রির যাত্রী’র মুক্তি উপলক্ষে ১৭ নভেম্বর শনিবার বিকেল ৩টায় অজিমপুর ওয়েস্ট এন্ড হাইস্কুল থেকে এক আনন্দ র‌্যালী বের হয়। র‌্যালীতে রাত্রির যাত্রী’র ছবির পরিচালক হাবিবুল ইসলাম হাবিবসহ বিভিন্ন শিল্পী, কলাকুশলীগণ উপস্থিত ছিলেন। এসময় রাত্রির যাত্রী পরিবার ভাবনাকে শুভেচ্ছা জানায়। জানা যায়, দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেতে যাচ্ছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’। এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী। কমলাপুর রেলস্টেশনে শুটিংয়ের মাধ্যমে ‘রাত্রির যাত্রী’ যাত্রা শুরু করে। নানান প্রতিবন্ধকতা পেরিয়ে ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য প্রস্তুত। ছবিটি বিজয়ের মাসে ১৪ই ডিসেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। মুক্তি পেয়েছে একটি আইটেম গান যেখানে অংশ নিয়েছেন নায়লা নাইম। ‘রাত্রির যাত্রী’ ছবিটির শুরু থেকেই এর পাশে ছিল সোশাল মিডিয়ার উদ্যমী একদল চলচ্চিত্রপ্রেমী। তারা দেশে বিদেশে নানান ভাবে প্রচার করে গেছে এ ছবির। একদম শুটিংয়ের শুরু থেকেই। পর্যায়ক্রমে এ ছবির প্রচারণায় যুক্ত হয়েছেন বিভিন্ন পেশার মানুষ। এ ছবির প্রচারণা উদ্বুদ্ধ করেছে অন্য চলচ্চিত্রকেও। অনেকেই সোশাল মিডিয়াকে প্রচারের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন ‘রাত্রির যাত্রী’র অনুপ্রেরণায়। পরিচালক হাবিবুল ইসলাম হাবিব মনে করেন সারাদেশে ইতোমধ্যে সাড়া ফেলেছে ‘রাত্রির যাত্রী’। অনেকদিন পর সবার প্রিয় মৌসুমীকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে যা আমাদের চলচ্চিত্রের জন্য ইতিবাচক, এমনটাই জানান নির্মাতা। তিনি সহযাত্রী বন্ধুদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ তাদের প্রচারণায় ছবিটি নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে বলে জানান তিনি। ভিন্নধর্মী এ চলচ্চিত্র দেখার জন্য নির্মাতা নিয়মিত দেশের বাইরে থেকেও অনুরোধ পাচ্ছেন। তিনি জানান, দেশের বাইরে ছবিটি প্রদর্শনের ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ‘রাত্রির যাত্রী’ অংশ নেবে। এ ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। অন্যান্য চরিত্রে আছেন সম্রাট, অরুণা বিশ্বাস, মারজুক রাসেল, শহিদুল আলম সাচ্চু, সালাউদ্দিন লাভলু, নায়লা নাঈম, আনন জামান, সোনিয়া হোসেন, তানিয়া ইসলাম রিতু, মজ আ সালাম, আশরাফ কবির, রেবেকা রউফ, শিমুল খান, জিয়া তালুকদার, কালা আজিজ, চিকন আলী ও প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান।

মন্তব্য ( ০)





  • company_logo