• বিনোদন

চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে

  • বিনোদন
  • ১৮ নভেম্বর, ২০১৮ ১৬:৪০:৫১

হঠাৎ করে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব ও নির্মাতা আমজাদ হোসেন। আজ রোববার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তার পারিবারিক সূত্রে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা চলছে বলে জানা গেছে। চলতি বছরই অসুস্থ হয়ে থাইল্যান্ডের সুকুমভিত হাসপাতালে ভর্তি হয়েছিলেন আমজাদ হোসেন। সেখানে তার ক্ষুদ্রান্ত্রে দু’টি সফল অস্ত্রোপচার হয়েছিল। চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরে এসেছিলেন। ৭৬ বছর বয়সী এই চলচ্চিত্র ব্যক্তিত্ব বহুমুখী প্রতিভাধর একজন মানুষ। চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গল্পকার, অভিনেতা, গীতিকার ও সাহিত্যিক হিসেবে সফলতা পেয়েছেন তিনি। ১৯৬১ সালে ‘হারানো দিন’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি। এর মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। পরবর্তীতে চিত্রনাট্য রচনা ও পরিচালনায় মনোনিবেশ করেন। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমা নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। এরপর ‘নয়নমনি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘ভাত দে’ সিনেমা নির্মাণ করে প্রশংসা কুড়ান। ১৯৭৬ সালে ‘নয়নমনি’ সিনেমার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তারপর ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘ভাত দে’, ‘জয়যাত্রা’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন আমজাদ হোসেন।

মন্তব্য ( ০)





  • company_logo