• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের কারখানায় ভয়াবহ আগুন,৭ ঘন্টা পর নিয়ন্ত্রণে

  • সমগ্র বাংলা
  • ১৮ নভেম্বর, ২০২৪ ১৬:০৫:২৯

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের পেপার ও পলপ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ও পরে মেঘনা গ্রুপের নিজস্ব ২টি ইউনিট সহ ১৪টি ইউনিট কাজ করেছে।রোববার (১৭ ননভেম্বর) ভোর ৩টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ ৭ ঘন্টা প্রচেষ্টার পর সকালে ১০ টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ওই কারখানার শ্রমিক রোমান মিয়া জানান, রাতের ডিউটি করতে আসা অনেক শ্রমিক সেখানে আটকা পরতে পারেন।আগুনের তীব্রতা এতো বেশি যে তাৎক্ষণিক সবাইকে বের করতে পারেনি কর্তৃপক্ষ। আগুন ছড়িয়ে পরছে এক ভবন থেকে আরেক ভবনে।খুব ভয়াবহ দৃশ্য আগে দেখিনি। ফরহাদ হোসেন নামের এক জুনিয়র কর্মকর্তা জানান,ভোর রাতে হঠাৎ আগুনের খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি।

আগুনে কেউ আহত হয়নি। ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন বলেন, আমরা ভোর ৫টায় খবর পেয়ে প্রথমে ৫টি ইউনিট এবং পরে মেঘনা গ্রুপের নিজস্ব ২ টি সহ আগুনের তীব্রতা বাড়লে ৯টি ইউনিট প্রেরণ করি আগুন নেভাতে।পরবর্তীতে ১৪ টি ইউনিটের ৭ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ওই ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

মন্তব্য ( ০)





  • company_logo