প্রতীকী ছবি
গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রাখালিয়াচালা এলাকা থেকে নিতেন্দ্র চন্দ্র দাস (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত নিতেন্দ্র চন্দ্র দাস সুনামগঞ্জের শাল্লা থানার আশুয়া এলাকার ভূষণ চন্দ্র দাসের ছেলে।
রোববার (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আজিবুর হোসেন বলেন, ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় চাকরি করতেন নিতেন্দ্র চন্দ্র দাস। কোনো কারণে তিনি শনিবার রাতে গাজীপুর আসেন। আজ রোববার সকালে মৌচাক রাখালিয়াচালা এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেললাইনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে এলাকাবাসী রেলওয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন। এরপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)