• সমগ্র বাংলা

শ্রীপুরে রাস্তায় ঝড়ল পোশাক শ্রমিকের প্রাণ 

  • সমগ্র বাংলা
  • ১৭ নভেম্বর, ২০২৪ ১৪:০৪:৩৩

প্রতীকী ছবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় বেপরোয়া গতির একটি  ট্রাকের ধাক্কায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার(১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার তুলা গবেষণা ইন্সটিটিউটের সামনে এ দূর্ঘটনা ঘটে। 

নিহত নারী পোশাক শ্রমিক বিলকিছ আক্তার(২৫) শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মণ্ডালিয়া পাড়া গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার ট্রাস্ট নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আইয়ুব আলী বলেন, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo