ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে ট্রাকের তলায় চাপা পড়ে জহুরুল ইসলাম (৫৮) নামের এক ভ্যানের আরোহি নিহত এবং ভ্যানের চালকসহ ২জন আহত হয়েছে। শুক্রবার বিকালে হতাহতের ওই ঘটনা ঘটেছে।
নিহত আরোহি জহিরুল ইসলাম (৫৮) বিরামপুরের ধানঘরা এলাকার আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, আঞ্চলিক মহাসড়কের বিরামপুরের কুঁচিয়া মোড় এলাকায় রিক্সাভ্যাকে বালুবাহী ট্রাকের ধাক্কা দেয়। এসময় ট্রাকের তলায় চাপা পড়ে রিক্সাভ্যান আরোহি জহুরুল ইসলাম দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে। আহত ভ্যান চালকসহ আরেক আরোহিকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিরামপুর থানার ইনচার্জ মোহাম্মদ মমতাজুল হক জানান, দুর্ঘটনাস্হলে একজন নিহত এবং ২ জন আহত হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক ও পরিবহন আইনে মামলার প্রক্রিয়া চালাচ্ছেন তারা।
ফরিদপুর প্রতিনিধিঃ চার দফা দাবিতে দেশব্যাপী ম্য...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেল...
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃব...
রংপুর ব্যুরোঃ বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটি সদস্য ...
মন্তব্য ( ০)