• সমগ্র বাংলা
  • লিড নিউজ

মা‌নিকগ‌ঞ্জে নিয়ন্ত্রন হা‌রি‌য়ে ট্রাক খা‌দে প‌রে শ্রমিক নিহত, আহত ৩

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ০৯ অক্টোবর, ২০২৪ ১৭:৫১:১০

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়ায় ইটবাহী ট্রাক নিয়ন্ত্রন হা‌রি‌য়ে খা‌দে প‌রে এক শ্রমিক নিহত ও আরও ৩ জন আহত হ‌য়ে‌ছে।

বুধবার (৯ অ‌ক্টোবর) দুপু‌রের দি‌কে সাটু‌রিয়া উপ‌জেলার ধান‌কোড়া ইউ‌নিয়‌নের তারাবা‌ড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘ‌টে।

নিহত ট্রাক শ্রমিক গাজীপু‌রের কা‌শিমপুর কোড্ড‌া এলাকার ওমর আলী (৩৫)। 

আর আহতরা হ‌চ্ছে, ট্রাক ড্রাইভার ফয়সাল (৩০) ও ট্রাক শ্রমিক আবু বক্কর সি‌দ্দিক (৪৫) এবং সুমন (৩৫)।

আহত শ্রমিক সুমন জানায়, তারাবা‌ড়ি মামুন ব্রিকস থে‌কে ট্রা‌কে ইট ভ‌র্তি ক‌রে গা‌জিপু‌রে যা‌চ্ছিল ট্রাক‌টি। তারাবা‌ড়ি এলাকায় ব্রী‌জে উঠার সময় সড়‌কের মা‌টি নরম থাকায় ট্রাক‌টি নিয়ন্ত্রন হা‌রি‌য়ে পা‌শের খা‌দে প‌রে পা‌নি‌তে ডু‌বে যায়। এ সময় ড্রাইভারসহ তারা তিনজন বের হ‌তে পারলেও ট্রাকের উপ‌রে থাকা ওমর আলী ট্রা‌কের নি‌চে চাপা প‌রে। অ‌নেক চেষ্টা ক‌রেও তাকে পা‌নির নিচ থে‌কে বের করা যায় নি। সেখা‌নেই মারা যায় সে।

সাটু‌রিয়া থানার এসআই জালাল উ‌দ্দিন জানায়, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে এ‌সে ট্রা‌কের নি‌চে চাপা প‌রে মারা যাওয়‌া শ্রমি‌কের লাশ উদ্ধা‌রের চেষ্টা চালা‌চ্ছি।

সাটু‌রিয়া ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো: ম‌জিবর রহমান জানায়, পা‌নির নি‌চে ট্রাক চাপা প‌রে আ‌ছে শ্রমি‌কের লাশ‌টি। ট্রাক সড়া‌তে রাস্তা সরু থাকায় রেকার ‌ঢুক‌তে না পারায় স্থানীয়‌দের সহ‌যোগীতায় নিহ‌তের মর‌দেহ উদ্ধা‌রের চেষ্টা কর‌ছি।

মন্তব্য ( ০)





  • company_logo