• বিশেষ প্রতিবেদন

 আন্দোলনের মুখে যৌথবাহিনীর সহায়তায় বের করা হলো অবরুদ্ধ কলেজ অধ্যক্ষকে

  • বিশেষ প্রতিবেদন
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ২১:২৬:৪৪

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে দুর্নীতি, সেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ এনে অধ্যক্ষ অপসারণের দাবিতে আন্দোলন করছিলো শিক্ষার্থীরা। এসময় অধ্যক্ষ না থাকায় অবরুদ্ধ করে রাখা হয় হিসাব রক্ষক তাসলিমা আক্তারকে। পরে যৌথবাহিনীর সদস্যের সহায়তায় ২ ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুর সরকারি কলেজ মাঠে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। পরে তারা প্রশাসনিক ভবন ঘোরাও করে রাখে। 

শিক্ষক ও কর্মচারীরা জানায়, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, মনগড়াভাবে ভূয়া বিল ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎসহ ক্ষমতার অপব্যবহার করেছে প্রফেসর ড. মো: আব্দুর রাজ্জাক। এছাড়া গত তিন মাসে কলেজের ফান্ড থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এ অবস্থায় তার অপসারণের দাবিতে আন্দোলন করছেন তারা। অধক্ষ্য না থাকায় কলেজের প্রশাসনিক ভবনে আটকে রাখা হয় হিসাব রক্ষক তাসলিমা আক্তারকে৷ পরে যৌথবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যায়। 

এদিকে অধ্যক্ষকে অপসারণ না করা হলে আরও বড় আন্দোলনের হুশিয়ারী দেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড. মো: আব্দুর রাজ্জাক বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। যে অভিযোগগুলো আনা হয়েছে তার কোনো প্রমান নেই। 

মন্তব্য ( ০)





  • company_logo