• সমগ্র বাংলা

ক্লাস চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের উপর হামলা-ভাংচুর, আহত ৩

  • সমগ্র বাংলা
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ২০:২৫:২৫

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে কয়ার পাড় বীরবিক্রম উচ্চ বিদ্যালয়ে কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ক্লাস চলাকালীন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল করিম দলবলসহ প্রধান শিক্ষক ও কর্মচারীর উপর হামলা চালিয়ে তিনজনকে আহত করেছে। প্রধান শিক্ষকের অফিসের আসবাবপত্র ভাংচুর করে কাগজ পত্রের ফাইল তছনছ করে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সাড়ে এগারোটায়। এতে করে পাঠদান কার্যক্রমে বিঘ্ন ঘটছে। ছাত্র-ছাত্রীরা আতঙ্কিত হয়ে ক্লাশে উপস্থিত হতে পারছে না। অভিভাবকদের মাঝে এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিভাবক বাদশা মিয়া জানান, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবদুল করিম ও প্রধান শিক্ষক আমিনুল ইসলামের মাঝে নিয়োগকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে শিক্ষার্থীদের পড়ালেখা মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

অভিভাবক মেহেদি হাসান জানান, আমার ছেলে একজন দশম শ্রেণির শিক্ষার্থী। ইতঃপূর্বে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকে ফলে শিক্ষার্থীদের পড়ালেখা ক্ষতিগ্রস্থ হয়। পরবর্তীতে বিদ্যালয় খুললেও প্রধান শিক্ষক ও সাবেক সভপতির দ্বন্দের  জেরে শিক্ষার্থীরা পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে। তারা অবিলম্বে এর প্রতিকার চান। যাতে করে ছেলেমেয়েরা শিক্ষা কার্যক্রমে ফিরতে পারে। প্রধান শিক্ষক আমিনুল ইসলাম এ ব্যাপারে জানান, সোমবার সকাল সাড়ে এগারোটায় সাবেক সভাপতি ৫০/৬০জনের একটি দলবল নিয়ে বিদ্যালয় এসে শিক্ষার্থীদের পাঠদান চলাকালীন প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষক ও কর্মচারীর উপর হামলা ও ভাংচুর চালায়। এতে করে পরিচ্ছন্নতা কর্মী আতাউর রহমান, অফিস সহায়ক আনিছুর রহমান ও ল্যাব সহকারী নাজমুল হক আহত হয়। চেয়ার, টেবিল ও আলমারি ভাংচুর করে অফিসের গুরত্বপূর্ণ কাগজের ফাইল তছনছ করে। এ ব্যাপারে সাবেক সভাপতি আবদুল করিম জানান, চারটি পদে কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে অথচ আমি এ ব্যাপারে কিছুই জানিনা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের জানান, সাবেক সভাপতির আবদুল কমিমের সভাপতিত্বে এক বৎসর আগে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এক বৎসর পরে এসে এ ধরনের অভিযোগ করাটাকে আমি সমিচীন মনে করিনা। 

মন্তব্য ( ০)





  • company_logo