• সমগ্র বাংলা

খোকসায় সড়ক দূর্ঘটনায় ৪ শিশু শিক্ষার্থী নিহত, আহত ১

  • সমগ্র বাংলা
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:৫০:১৭

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসায় মসজিদে কোরআন পড়ে বাড়িতে ফেরার পথে ৪ স্কুল ছাত্রী নিহত হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সড়কে যান চলাচল প্রায়
বন্ধ আড়াই ঘন্টা বন্ধ রাখে।

নিহত শিশুরা হলেন- কুষ্টিয়ার খোকসার শিমুলিয়ায় সড়ক দূর্ঘটনায় মিম (১১), তানজিলা (১২), মারিয়া (১১) ও যুথি (১১) নামের ৪ শিশু শিক্ষার্থী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাদিয়া নামের আরো একজন। নিহত মিম শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের মোঃ হানিফের মেয়ে, তানজিলা পালন শেখের মেয়ে, যুথি হেলাল উদ্দিনের মেয়ে ও মারিয়ার পরিচয় জানা সম্বভ হয়নি ।

কুষ্টিয়া হাইওয়ে থানার এস আই হারুনর রশীদ জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষ শিক্ষার্থীরা বাড়ী ফেরার পথে কুষ্টিয়া –- রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলহঠাৎ ঢাকা থেকে কুষ্টিয়া দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এসময় ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তানজিলা, যুথি ও মারিয়া
নামের আরো তিনজনকে ডাক্তার মৃত ঘোষনা করেন। আহত সাদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী খোকন বলেন, প্রতিদিনের মতো এলাকার শিশুরা মসজিদ থেকে আরবি পড়ে বাড়ি ফিরছিল। সে সময় রাজবাড়ীর দিক থেকে কুষ্টিয়াগামী একটি কালো রঙের মাইক্রোবাস দ্রুতগতিতে যাচ্ছিল। “হঠাৎ মাইক্রোবাসটি রাস্তার এপাশ ওপাশ করতে থাকে। গাড়িটি খুব গতিতে থাকায় রাস্তার বামপাশ দিয়ে হেঁটে যাওয়া শিশুদের ওপর উঠে যায়। তখনই এই ঘটনা ঘটে।” মাইক্রোবাসটি শিশুদের চাপা দিয়ে পাশের পুকুরে পড়ে যায়। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইকবাল হাসান বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় জখম হয়ে পাঁচ শিশুকে জরুরি বিভাগে নিয়ে আসলে চারজনকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া এক শিশু গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo