• সমগ্র বাংলা

অবাধ তথ্য প্রবাহে জনগনের প্রবেশাধিকার বাড়ানাের আহবান

  • সমগ্র বাংলা
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:৩২:৩৮

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ নতুন বাংলাদশ: চাই বাকস্বাধীনতা, চাই তথ্য অবাধ অভিগম্যতা’’ প্রতিপাদ্যক সামনে রেখে দিনাজপুরে যৌথভাবে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। 

জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং জেলা তথ্য অফিসের আয়োজনে র‌্যালি শেষে জেলা প্রশাসকের সস্মেলন কক্ষে আলাচনাসভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় অন্যান্য উন্নয়ন সহযােগী সংস্হার প্রতিনিধিরা। 

আলোচনাসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ নুর এ আলম। বক্তব্য দেন  সিভিল সার্জন ডাঃ এ. এইচ. এম. বােরহান-উল-ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মােসফেকুর রহমান, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাদিয়া আফরিন শেফা, সনাকের জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ হাবিবুল ইসলাম ও  প্রফেসর আব্দুল জলিল আহমদসহ অন্যান্যরা।

দুর্নীতি অনিয়ম প্রতিরোধে অবাধ তথ্য প্রবাহে জনগনের প্রবেশাধিকার বাড়ানাের তাগিদ দিয়েছেন আয়োজকরা। দিনাজপুরে সরকারিভাবে সেবাদানকারী ৮০টি প্রতিষ্ঠানের ওয়েব সাইড যাচাই করে প্রতিষ্ঠানভিত্তিক আপডেট তথ্য সকলের উদ্দশ্যে তুলে ধরা হয় আলোচনাসভায়।

মন্তব্য ( ০)





  • company_logo