• সমগ্র বাংলা
  • লিড নিউজ

দিনাজপুরে বজ্রাঘাতে প্রাণ গেল স্কুল ছাত্রীসহ দুই জনের

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:২০:৪৪

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের জেলা সদরে পৃথক স্হানে বজ্রাঘাতে একজন স্কুল ছাত্রীসহ  দুইজনের প্রাণহানি ঘটেছে। ২৮ সেপ্টেম্বরে শনিবার সন্ধ্যায় বজ্রবৃষ্টির সময় মারা গেছে তারা।

জানা গেছে,  জেলা সদরের ৭ নং উথরাইল ইউনিয়নের গোবীনাথপুর কাসারিপাড়ায় বজ্রাঘাতে ফরিদা আক্তার নামে একজন স্কুল ছাত্রী মারা গেছে।  ফরিদা আক্তার রহমান বাবুর মেয়ে। সে স্হানীয় গোদাগাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী ছাত্রী। তার বাবা অটো রাইস মিলের একজন শ্রমিক।

এদিকে একই সময়ে ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের বড়ইল বনকালি এলাকায় বজ্রাঘাতে বিকাশ চন্দ্র রায় নামে একজন যুবক মারা যায়। বিকাশ চন্দ্র রায় (৩২) বড়ইল বনকালি এলাকার দক্ষিপাড়ার বাসিন্দা রতিপদ রায়ের ছেলে।

পরিবারিক এবং স্থানীয় সূত্রে জানা গেছে,  সন্ধ্যার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে পায়ে হেঁটে বাড়ীতে ফেরার সময় তার উপর বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্হলে মাটিতে লুটিয়ে পড়ে মারা গেছে সে।

কোতোয়ালী থানার ইনচার্জ ফরিদ হোসেন জানান, স্হানীয় জন প্রতিনিধির মাধ্যমে পৃথক স্হানে দুইজনের মৃত্যুর খবর জানতে পেরেছেন তারা।

মন্তব্য ( ০)





  • company_logo