• সমগ্র বাংলা

জামালপুরে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

  • সমগ্র বাংলা
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:৫৫:২৫

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা কলেজের অধ্যক্ষ মরিয়ম বেগমের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ছাত্র জনতা। অধ্যক্ষ মরিয়ম বেগমের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, কলেজে অনুপস্থিতি, অনিয়মের অভিযোগ তুলেছে স্থানীয়রা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ছাত্র জনতার আয়োজনে মাদারগঞ্জ পৌর শহরের নুরুন্নাহার মির্জা আবুল কাশেম কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।  

এ সময় বক্তব্য দেন শিক্ষার্থী রাকিবুল ইসলাম বকুল, মোস্তাফিজুর রহমান, ফাহাদ হোসেন প্রমুখ।

নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা কলেজের অধ্যক্ষ মরিয়ম বেগম সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমের ছোট বোন।

বক্তরা ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, নুরুন্নাহার মির্জা কাশেম কলেজের অধ্যক্ষ মরিয়ম বেগম চলতি বছরের ১৭ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড (প্রফেশনাল) প্রভাষক শাখায় ২৫ লাখ টাকা নিয়ে নুরুজ্জামান, আসমাউল হুসনা, মামুনুল ইসলাম মামুন, জুবাইদুল, মোহাম্মদ হাসানুজ্জামন নামে ৫ জনকে নিয়োগ দিয়েছেন। এছাড়াও একই দিনে কম্পিউটার বিজ্ঞান (সিএসই) প্রভাষক শাখায় আরও ২৫ লাখ টাকায় ইব্রাহীম খলিল, মো.বেলাল উদ্দিন, মো.ফেরদৌস, মো.ই¯্রাফিল মিয়া ও বিলকিস জাহান নামে ৫ জন ও অফিস সহায়ক (এমএলএসএস) পদে ১২ লাখ টাকার বিনিময়ে আলমগীর নামে একজনকে নিয়োগ দিয়েছেন। এছাড়াও কলেজ অধ্যক্ষ ও সভাপতি সেই পদগুলোর বিপরিতে একজন-দুইজন করে অতিরিক্ত লোক হাতে রেখেছে। তিনি (অধ্যক্ষ মরিয়ম বেগম) তাঁর ভাই আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মির্জা আজমের প্রভাব খাটিয়ে এসব করেছেন বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন। ওই কলেজের অধ্যক্ষ তাঁর নিয়োগ বাণিজ্য করতে ও তাঁর এতোদিনের অপকর্মকে ঢাকতেই গত ১১ সেপ্টম্বরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো.আব্দুল হাই সিদ্দিক স্বাক্ষরিত এডহক কমিটি রেখে গত ১৭ সেপ্টেম্বর আরেকটি কমিটির অনুমোদন নেন।  

এই নিয়োগ প্রক্রিয়া বহাল রাখতে তিনি কলেজের কমিটিতে পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও তাঁর ছোট ভাই মির্জা জিল্লুর রহমানকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে কমিটিতে রেখেছেন। তারা দ্রুত এই নিয়োগ বাতিলের দাবিসহ বিভাগীয় তদন্তের কথা বলেছেন স্থানীয়রা।

নিয়োগ বাণিজ্যের বিষয়ে অভিযোগ করে ওই এলাকার এক শিক্ষানুরাগী মো.নুর নবী বলেন, অধ্যক্ষ মরিয়ম বেগম আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মির্জা আজমের ছোট বোন। তিনি যোগদানের পর থেকে শুধুমাত্র পরীক্ষার সময় কলেজে আসতেন। তিনি দীর্ঘদিন থেকে ভাই মির্জা আজমের প্রভাব খাটিয়ে নানা অনিয়ম, দূর্নীতি ও লুটপাট করেছেন। তাঁর অপকর্ম ঢাকতেই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আরেকটি কমিটি অনুমোদন নিয়েছেন। সেই কমিটিতে তিনি তাঁর পছন্দের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও তাঁর ছোট ভাই মির্জা জিল্লুর রহমানকে বিদ্যোৎসাহী সদস্য করে কমিটি করেছেন। অধ্যক্ষ মরিয়ম বেগমের দূর্নীতির তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

এ নিয়ে নুরুন্নাহার মির্জা কাশেম কলেজের অধ্যক্ষ মরিয়ম বেগম বলেন, ‘নিয়োগ বাণিজ্যেও বিষয়টি মিথ্যা ও বানোয়াট। আমি নিয়মিত কলেজ যায় আর কলেজটি আমার বাবার দেওয়া। আমি তাঁর সম্মান ধরে রাখতেই কলেজের দায়িত্ব পালন করছি। এখানে অনিয়ম করার কোন প্রশ্নই আসে না। আমি স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি।’   

মন্তব্য ( ০)





  • company_logo