ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ৩০ ঘন্টার ব্যবধানে আরো একটি খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ১২ টায় শহরের জয়পুরপাড়াতে বখাটেদের ছুরিকাঘাতে রানা মিয়া নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন তার স্ত্রী রোজী বেগম যিনি এখন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
নিহত রানা মিয়া (৪৫) ওই এলাকার মৃত আজিজার রহমানের ছেলে ও পেশায় একজন লোহা ব্যবসায়ী। জানা যায়, বোনের বাড়িতে পারিবারিক এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে স্ত্রী রোজিনা বেগম রোজী কে নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী রানা মিয়া। পথে স্থানীয় কয়েকজন বখাটে দাবি করা চাঁদার টাকা না পেয়ে এই দম্পতিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। জড়িতদের এরই মধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় সদর থানা পুলিশ।
কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফ ২ বিজিবি"র অভিযান ...
নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্য...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ আবরার ফাহাদের ৫ম শ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় মাদকসেবন ও পরিব...
মন্তব্য ( ০)