• সমগ্র বাংলা

বড়পুকুরিয়া তাপ বিদ্যু কেন্দ্রের ৩টি ইউনিট অচল, বিদ্যুৎ উৎপাদন বন্ধ

  • সমগ্র বাংলা
  • ১০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫২:৩৫

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ একে একে ৩ টি ইউনিটই অচলের কারনে দিনাজপুরের বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্দ হয়ে পড়েছে। যান্ত্রিক ত্রুটির কারনে গতকাল সোমবার সকাল থেকে ২৭৫  মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটিও অচল হয়ে পড়ে। ফলে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ওই বিদ্যুৎ কেন্দ্রে কবে নাগাদ পুনরায় বিদ্যুৎ উৎপাদন এবং জাতীয় গ্রীড সরবরাহ সম্ভব হবে না নিশ্চিত করে বলতে পারছেননা সংশ্লিষ্টরা। 

তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী (তত্তাবধায়ক) প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, কেন্দ্রের ৩টি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন  ২ নম্বর ইউনিটটি চলতি বছরের শুরু থেকেই নষ্ট। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি ওভার হোলিংএর কারনে বন্দ রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারনে গতকাল সোমবার সকাল ৬ টা ৬ মিনিট থেকে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি বন্দ হয়ে গেছে৷ গেল ৭ সেপ্টেম্বর ইউনিটটি চালু করা হয়েছিল। চুক্তি অনুযায়ী চায়না কোম্পানীর যন্ত্রাংশ সরবরাহের কথা। তারা যন্ত্রাংশ সরবরাহ করলেই ইউনিটটি আবার চালু করা সম্ভব হবে।

কেন্দ্রে সবকটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্দ হয়ে গেছে। তবে ওভার হোলিং থাকা ১ নম্বর ইউনিটটি দু'একদিনের মধ্যে চালুর মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনসহ জাতীয় গ্রীডে কিছু বিদ্যুৎ সরবরাহ করার আশা করছেন তারা।

এদিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্দ হয়ে পড়ায় লোড শেডিংয়ের কবলে পড়েছ  দিনাজপুর অঞ্চল। বিদ্যুতের অভাবে বাসিন্দারা তাপদাহের গরমে অতিষ্ঠ অবস্হায় ভুগছে। পাশাপাশি বিদ্যুৎ নির্ভর জীবনযাত্রা ব্যহত হচ্ছে। প্রভাব পড়েছে কৃষি ক্ষেত্রে বিদ্যুৎ নির্ভর সেচ চাষাবাদসহ শিল্প কারখানায় ।

সরবরাহ ঘাটতির কারনে লোড শেডিং হচ্ছে বলে জানিয়েছে নেসকোর রংপুর অঞ্চলের ব্যবস্হাপক শাহজাহান।

মন্তব্য ( ০)





  • company_logo