ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দরে চোর আখ্যা দিয়ে রাস্তা থেকে তোলে নিয়ে পল্টন (৩৫) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবককে ২ ঘণ্টা আটক রেখে শারীরিক নির্যাতনের পর পুকুরের পানিতে চুবিয়ে শ্বাসরোধে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দাস্থ বাইতুল সালাত জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত পল্টন বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার মৃত সাইদুল ইসলাম মিয়ার ছেলে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
সেই সাথে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিপি বেগমকে (৪৫) আটক করেছে। এ ব্যাপারে নিহতের বড় বোন নুরুন্নাহার বেগম বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে আটককৃত লিপি বেগমসহ ১০ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত আসামীরা হলো- বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার মৃত আবু বক্কর মিয়ার ছেলে খোকন মিয়া ও তার স্ত্রী লিপি বেগম, একই এলাকার তাজুল ইসলাম মিয়ার ছেলে নাঈম, একই এলাকার মজিবর মিয়ার ছেলে ফয়সাল, জায়েদ মিয়ার ছেলে জয়, বোরহান উদ্দিন মিয়ার ছেলে আকিল, জাহাঙ্গীর মিয়ার মেয়ে রিজমনি, একই এলাকার আবু বক্কর মিয়ার স্ত্রী হাম্বিয়া, একই এলাকার আরফিত ও শিপলু। এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, পল্টন একজন মানসিক ভারসাম্যহীন যুবক।
সে দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকজনদের কাছ থেকে ১০/২০ টাকা চেয়ে নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। বৃহস্পতিবার সকাল ৯টায় পল্টন দড়ি সোনাকান্দা বাইতুল সালাত মসজিদের সামনে দিয়ে তার নিজ বাড়িতে যাওয়ার পথে খোকন মিয়া ও নাঈমসহ অন্যরা মানসিক ভারসাম্যহীন যুবক পল্টনকে চোর আখ্যা দিয়ে মসজিদের সাথে থাকা বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে লাঠিসোটা দিয়ে বেদমভাবে পিটিয়ে ডান হাত ভেঙ্গে ফেলে। নির্যাতেনর এক পর্যায়ে পল্টন অজ্ঞান হয়ে পরলে ওই সময় আরফিত, লিপি বেগম, ফয়সাল, জয়, শিপলু, আকিল, রিজমনি ও হাম্বিয়া বেগমসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন মিলে আহত পল্টনকে মসজিদের সামনে থেকে প্রায় ২০০ গজ দূরে একটি পুকুরে নিয়ে পানিতে চুপিয়ে শ্বাসরোধ করে।
এক পর্যায়ে উল্লেখিতরা পুনরায় মসজিদের সামনে নিয়ে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে রেখে মরিচের গুড়া গুলিয়ে নাকে মুখে ঢেলে দেয়। নির্যাতনের এক পর্যায়ে সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে । হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অপরাধে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
ময়মনসিংহ প্রতিনিধি: “বেশি করে হাঁটো, ডাক্তার থেকে দ...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শার...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজে...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজ...
মন্তব্য ( ০)