ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ ছাত্র গণঅভ্যুত্থানের এক মাস পূ্র্ন হওয়ায় শহীদদের স্বরণে পাবনার চাটমোহরে শহিদী মার্চ কর্মসুচি পালন করা হয়েছে। ছাত্র গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উদ্যোগে চাটমোহর উপজেলা পরিষদের সামনে থেকে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী মানববন্ধন কর্মসূচি। এ সময় বক্তব্য দেন ফয়সাল কবির, শেখ জাবের আল শিহাব, ওয়াহিদীল সরকার, আরিয়ান ইমরান, সাজেদুর রহমান সেজান, সাব্বির রহমান প্রমুখ। বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি অবিলম্বে ছাত্র হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হরি মন্দির ও ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জমি-জমা বিরোধের ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচা...
মন্তব্য ( ০)