• সমগ্র বাংলা

কালীগঞ্জে বেতন বৃদ্ধির দাবীতে সিমেন্ট কারখানায় শ্রমিক বিক্ষোভ 

  • সমগ্র বাংলা
  • ০৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:১৮:২৩

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের  কালীগঞ্জে বেতন বৃদ্ধির দাবিতে সেভেন রিং সিমেন্ট কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

বুধবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে শ্রমিকদের সাথে কারখানা কর্তৃপক্ষ কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন। এর আগে গতকাল (০৩ সেপ্টেম্বর) সকাল থেকে কারখানার ট্রাক ড্রাইভারা বিক্ষোভ শুরু করে। পরে ওই কারখানার ব্যাগ প্লান্টে এবং ড্রাইভার ও হেলপারসহ প্রায় দেড় সহস্রাধিক শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ শুরু করে।

শ্রমিকরা জানান, ব্যাগ প্লান্টের শ্রমিকদের দাবি নুন্যতম বেতন ১৫ হাজার টাকা, ৫ বছরের উপর যারা কাজ করছে তাদের ২০ হাজার টাকা করতে হবে।  তার পাশাপাশি প্রোডাকশন ও ওভার টাইম বোনাস প্রতি মাসে দিতে হবে, সরকারী সকল ছুটি নিশ্চিত করতে হবে। চাপ দিয়ে ওভার টাইম করানো যাবে না। লভ্যাংশের কোন বৈষম্য করা যাবে না এবং সিমেন্ট ও ব্যাগ প্লান্টে লাভের অংশ সমানভাবে দিতে হবে, ফুড অ্যালাউন্স বৃদ্ধি করতে হবে, ডিউটিরত অবস্থায় কোন শ্রমিক মারা গেলে ৫ লাখ টাকা দিতে হবে। কারন বসত কেউ ডিউটিতে না আসলে অনুপস্থিত দেখানো যাবে না। শ্রমিকদের কোন রকম অফিশিয়াল একশন বা অব্যহতি বন্ধ করতে হবে। 

সেভেন রিং সিমেন্ট কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) নিয়াজ মাহমুদ বলেন, গতকাল সকাল থেকে তারা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ শুরু করেছিল। আজকে বিকেল পর্যন্ত সেনা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে তাদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে এবং তাদেরকে কাজে ফিরিয়ে আনা হয়েছে। পরে ২টার দিকে সেনা বাহিনীর সদস্যরা ওই কারখানায় আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মন্তব্য ( ০)





  • company_logo