ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে আরও পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রোববার (১ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার (৩১ আগস্ট) রাত ১টা থেকে ৩টায় কালিংগোপাত্তামের কাছ দিয়ে উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি আরও পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আরও বলা হয়, আগামী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী ৫ দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে সাগর ফিলি...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ : বাংলাদেশ কৃষি ব...
নিউজ ডেস্কঃ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর চলতি সপ্তাহ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলায় প্রতিবন্ধ...
মন্তব্য ( ০)