ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ট্রাফিক পুলিশ, রোভার ও শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করেছেন সৃজনশীল গাইবান্ধা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সু-প্যালেস এর সহযোগিতায় জেলা শহরের সবচেয়ে ব্যস্ততম মোড় ১নং ট্রাফিক মোড় এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ,রোভার ও শিক্ষার্থীদের মধ্যে এসব ছাতা বিতরণ করা হয়।
এছাড়া গতকাল মঙ্গলবারও এই কার্যক্রম চোখে পড়ে। ছাতা পেয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা রোভার, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা সৃজনশীল গাইবান্ধাকে ধন্যবাদ জানান। তারা বলেন, গাইবান্ধা বর্ষা মৌসুমের শেষ সময় কখনো রোদ কখনো মেঘ, আবার কখনো বৃষ্টি হচ্ছে।এ সময় ছাতার খুব প্রয়োজন ছিল।তাছাড়া আমরা দেশের প্রতি ভালোবাসা থেকে নিজ উদ্যোগে দায়িত্ব পালন করছি।
সৃজনশীল গাইবান্ধা নামে স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি মো. মেহেদী হাসান বলেন, ‘সৃজনশীল গাইবান্ধা সব সময় ভালো কাজে সহযোগিতা করে আসছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে যেসব ট্রাফিক পুলিশ, রোভার ও শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে এই উপহার দিতে পেরে আমরা আনন্দিত বোধ করছি।তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং চেষ্টা করছেন যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশদের সহায়তা করার।এছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্নতা, ট্রাফিক নিয়ন্ত্রণ, দেয়াল অঙ্কনসহ বিভিন্ন কাজে সহযোগিতা করে আসছে আমাদের এই সংগঠন।
ময়মনসিংহ প্রতিনিধি: “বেশি করে হাঁটো, ডাক্তার থেকে দ...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শার...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজে...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজ...
মন্তব্য ( ০)