ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় পাবনার চাটমোহর থানার কার্যক্রম শুরু করেছে পুলিশ। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা থেকে থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। চাটমোহর থানায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেনাবাহিনীর সহযোগীতায় তারা স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন। একইসাথে চাটমোহর উপজেলার হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে ও শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ির স্বাভাবিক কার্যক্রমও শুরু হয়েছে।
চাটমোহর থানায় ১০জন আনসার ব্যাটেলিয়ান নিয়োগ করা হয়েছে। এছাড়া এ থানায় ৫৫ জন পুলিশ সদস্য রয়েছেন। হান্ডিয়ালে ১৭ জন ও শরৎগঞ্জ পুলিশ ফাঁড়িতে ১৯ জন পুলিশ সদস্য রয়েছেন।
এদিকে চাটমোহর থানার প্রধান গেট উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ আসছেন থানায় বিভিন্ন অভিযোগ নিয়ে।
উল্লেখ্য, গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগ করা হলে পুলিশ সদস্যরা নিরাপত্তাহীনতায় কর্মবিরতিতে যায়। ফলে এই সময়ে চাটমোহর থানার কার্যক্রমও বন্ধ হয়ে যায়। এর মধ্যে গত বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। শুক্রবার (৯ আগস্ট) সারাদেশের থানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ দৈনিক করতোয়া পত্রিকার কুড়িগ্রাম জেলা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে টিসিবি’র পণ্য...
ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিএফজির উদ...
মন্তব্য ( ০)