প্রতীকী ছবি
পবিপ্রবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিজয়ের পর শিক্ষার্থীদের তোপের মুখে একাধারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পদগুলো থেকে পদত্যাগ করছেন শিক্ষক-কর্মকর্তারা। সেই রেশ ধরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রশাসনিক পদগুলোতেও এসেছে ব্যাপক রদবদল। সম্প্রতি পবিপ্রবির রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র বিষয়ক উপদেষ্টা ও বিভিন্ন হলের প্রভোস্ট পদগুলোতে পরিবর্তন এসেছে, দায়িত্বপ্রাপ্ত হয়েছেন নতুনরা।
বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার ও প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুর সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য ও শিক্ষার্থীদের সাথে অসদাচরণের কারণে তাকে সরিয়ে কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে দায়িত্ব দেওয়া হয়।
বৃহস্পতিবার(৮ আগস্ট) রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত অফিস নোটিশে নতুন প্রক্টর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ইকোনমিকস এন্ড সোসিওলজি বিভাগের অধ্যাপক আবুল বাশার খান।
বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক এ.বি.এম. মাহবুব মোর্শেদ খান এর মেয়াদ শেষ হওয়ায় তাঁর পরিবর্তে ল্যাংগুয়েজ এন্ড কমিউনিকেশন বিভাগ এর সহযোগী অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়।
একই দিনে রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত নোটিশে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলগুলোতে প্রভোস্ট নিয়োগ দেয়া হয়।
শের-ই-বাংলা হল-১ এ প্রভোস্ট হিসেবে কৃষি অনুষদের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মালেক, শের-ই-বাংলা হল-২ এ প্রভোস্ট হিসেবে কৃষি অনুষদের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো: নিজাম উদ্দিন, কবি বেগম সুফিয়া কামাল হলে কৃষি অনুষদের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো: মেহেদী হাসান সিকদার, এম. কেরামত আলী হলে প্রভোস্ট হিসেবে কৃষি অনুষদের কৃষি প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. শেখ আব্দুল্লাহ আল মামুন হোসেন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রভোস্ট হিসেবে কৃষি অনুষদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুল হক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রভোস্ট হিসেবে কৃষি অনুষদের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক মো: মাসুদুর রহমান দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এছাড়া বরিশালের (বহি:ক্যাম্পাস) বাবুগন্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল এর প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন এএনএসভিএম অনুষদের এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. মো: নাইমুর রহমান।
ময়মনসিংহ প্রতিনিধি: “বেশি করে হাঁটো, ডাক্তার থেকে দ...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শার...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজে...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজ...
মন্তব্য ( ০)