• সমগ্র বাংলা
  • লিড নিউজ

কিশোরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে হিন্দুদের বাড়ি ভাঙ্গচুর ও লুটপাটের অভিযোগ

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ১০ আগস্ট, ২০২৪ ১৪:২৮:৩৬

ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকচুরি গ্রামের এক ধনাঢ্য হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙ্গচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে স্থানীয়  বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলীর বিরুদ্ধে।

শুক্রবার, ৯ অগাস্ট সন্ধ্যায় সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, বাড়িটির বাইরের ও ভিতরের হামলা ও লুটপাটের ভয়াবহ চিত্র।

৩০/৪০ জন হামলাকারী দুই দফা হামলা ও লুটপাট করে তিনটি ট্রাকে করে বাড়ির সমস্ত মালামাল, আসবাবপত্র, চালডাল, স্বর্ণালঙ্কার,নগদ ১৫ লাখ টাকা,  জেনারেটর, আইপিএস এমনকি বাড়ির পানি তোলার বৈদ্যুতিক মোটরটিও খুলে  নিয়ে যায় বলে স্থানীয়রা জানান। লুটপাট ও ভাঙ্গচুর প্রতিরোধে প্রতিবেশীরা এগিয়ে এলে তাদেরকে আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে থামিয়ে রাখে ওই বিএনপি নেতা ও তার সাঙ্গপাঙ্গরা।

বাড়ির কেয়ারটেকার মো. আল আমিন জানান, সোমবার ৫ অগাস্ট বিকেলে প্রথমবার হামলার সময় ভিকটিম মৃত রামকৃষ্ণ পরিবারের লোকজন প্রাণ বাঁচাতে বাড়ির পিছনের দরোজা দিয়ে পালিয়ে যান।

সোমবার,৫ অগাস্ট রাতে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে ও স্থানীয়দের বাড়িটি দেখে রাখার নির্দেশ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথে হামলাকারীরা লুটপাট শুরু করে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক ও আতঙ্কের বিষয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই ও সঠিক বিচার দাবী করছি।

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জে দায়িত্বরত লে. কর্ণেল রিয়াদ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক ও স্পর্শকাতর। আমরা বিষয়টি খতিয়ে দেখে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবো।

মন্তব্য ( ০)





  • company_logo