ছবিঃ সিএনআই
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: সাধারণ শিক্ষার্থীদের ডাকা দেশজুড়ে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাদারীপুরের শিবচর উপজেলার কৃতি সন্তান মো. নাইমুর রহমানসহ সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৯ আগস্ট) উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের টেংরামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আসরের নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভান্ডারীকান্দি হাজেরীয়া মাদ্রাসা ও এতিমখানা মুহতামিম মাওলানা হাবিবুর রহমান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বি.এম আবু বকর সিদ্দিক বলেন, আমাদের দেশটা দীর্ঘ সময় ধরে অরাজকতা ও জুলুমের মধ্য দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ গত ৫ আগস্ট আমরা সবকিছু থেকে মুক্তি পেয়েছি তার জন্য মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আমাদের এই জুলুমের হাত থেকে রক্ষা করতে যে সমস্ত মানুষ নিহত হয়েছে তাদের অবদান আমরা কখনো ভুলব না। আল্লাহ যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।
এসময় স্বেচ্ছাসেবী সংগঠন দেশ এর জ্যেষ্ঠ উপদেষ্টা মোশারফ হোসেন, নিহত নাইমুর রহমানের চাচা মোঃহায়দার বেপারী, সদস্য রাশেদুল হাসান রায়হান, মো. ইয়াসিন, অপু মিয়া, আল আমিন, মো. জাকির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বি.এম আবু বকর সিদ্দিক, মো. বাবুল, মো. হাসান মুন্না,মো. সানাউল্লাহ, সাংবাদিক এস.এম.দেলোয়ার হোসাইন, মো. আল-আমিন ঢালী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ জুলাই) দুপুরে ঢাকার গুলশান ২ এর শাহজাদপুর এলাকায় কোটা বিরোধী আন্দোলন চলাকালে বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মো. নাইম।
নিহত নাইমের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের টেংরামারী গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে। নাইমের পরিবারে মা-বাবা ও দুই ভাই রয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ দৈনিক করতোয়া পত্রিকার কুড়িগ্রাম জেলা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে টিসিবি’র পণ্য...
ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিএফজির উদ...
মন্তব্য ( ০)