ছবিঃ সংগৃহীত
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে গুলিতে আহত রাহুল ইসলাম (১৭) চিকিৎসাধীন অবস্হায় সন্ধ্যায় দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সে দিনাজপুরে একমাত্র শহীদ।রুহুল ইসলাম (১৭) দিনাজপুরের জেলা সদরের ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
শিক্ষক মোনায়েম খান জানান, তার ছাত্র রাহুএ ইসলাম রানীগঞ্জের এহিয়া হোসেন হাই স্কুল এন্ড কলেজের এইচএসসির ২য় বর্ষের ছাত্র। গত ৪ আগষ্ট শহরের সদর হাসপাতাল মোড়ে পুলিশের সাথে সংঘর্ষের সময় আদালত এলাকায় পেটে এবং পায়ে গুলিবিদ্ধ হয়েছিল রাহুল ইসলাম।
পুলিশের ঝামেলা এড়াতে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ীতে ফিরেছিল রাহুল।দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ইউনিটে যোগাযোগ করা হলে জানানো হয়, গুরুত্বর অবস্হায় রাহুলক ৭ আগষ্ট আইসিইউ ইউনিটে ভর্তি করা হয়েছিল। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে মৃত্যু ঘটেছে তার।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ দৈনিক করতোয়া পত্রিকার কুড়িগ্রাম জেলা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে টিসিবি’র পণ্য...
ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিএফজির উদ...
মন্তব্য ( ০)