ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে গণ-অভ্যুত্থানে সরকার পতনের কারনে মুখে দাঙ্গা হাঙ্গামা হামলার ঘটনায় নেমে আসা আইন শৃংখলার অচলাবস্হার মধ্যে যাননবাহন চলাচলে নিয়ন্ত্রন শুরু করেছে শিক্ষার্থীরা। এতে ফিরেছে সড়কে শৃংখলা। যানজোট মুক্ত পরিবেশে নিয়ম মেনেই সড়কে চলাচল করছে সব ধরনের যানবাহন।
মাথার উপর চড়চড়ে রোদ মাঝে মাঝে ঝুম বৃষ্টি উপেক্ষা করেই রাস্তায় যানবাহন চলাচলে শৃংখলা আনতে কাজ করছে বিভিন্ন বয়সি ছাত্র ছাত্রীরা। তাদের দেখানো হাতের ইশারা মানতে দেখা গেছে যানবাহন চালকদের। নিয়ম ভাঙ্গার আগে যে প্রবনতা ছিল, তার পুনরাবৃত্তি দেখা মিলছে কোথাও।
দিনাজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক রাস্তার মোড়ে দুদিন ধরে বিরামহীন দ্বায়িত্ব পালন করে চলেছে তারা। কেউবা স্কুল ড্রেসে আর কেউ স্কাউটের পোষাকে ঘামমাখা শরিরে পথচারিদের রাস্তা পারাপারে সহায়তা দিচ্ছে। এতে রাস্তায় চলাচলের নিয়ম কানুনও শিখতে পারছে অনেকে। আগে যা ট্রাফিক পুলিশ করতে পারনি, বিনা পারিশ্রম এবং বিনা প্রশিক্ষনে তার চেয়ে অনেক বেশী করে দেখাতে পারছে তারা। আগে যানবাহন চালককে থামিয়ে টুপাইস কামাইয়ে ব্যস্ত দেখা যেত পোষাকি দ্বায়িত্ব পালনকারি ট্রাফিক বিভাগের দ্বায়িত্বরতদের। গত দুইদিনে এধরনের দৃশ্য চোখে পড়েনি কারো। বেপরোয়া ভাবে ট্রাক বাস পাগলু নছিমনকে ছুটতে চোখে পড়ছেনা সড়ক।
ফলে দুইদিনে সড়ক দুর্ঘটনার কোন খবর পাওয়া যায়নি। হতাহত ঘটেনি কোন প্রানিও।
ফেনী প্রতিনিধিঃ ফেনীতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ...
আন্তর্জাতিক ডেস্কঃ প্রিন্স হ্যারি নিশ্চিত করেছেন যে,...
স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে কঠিন লড়াই সামনে। কিন্...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া...
মন্তব্য ( ০)