• রাজনীতি

পঞ্চগড়ে অগ্নিসংযোগ ভাংচুরের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

  • রাজনীতি
  • ০৭ আগস্ট, ২০২৪ ২১:২৯:৪৬

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: ভাংচুর, অগ্নিসংযোগ, ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৭ আগস্ট) বিকেলে  সংগঠনটির শহর শাখার আয়োজনে জেলা শহরের শেরে বাংলা পার্ক এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রথম প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারী অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।সেখানে মুক্তমঞ্চ এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনটির নেতারা বলেন, সারা দেশে আওয়ামী লীগের পেতাত্মারা মানুষের বাসা বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ করেছে। তারা ভিন্ন ধর্মাবলম্বীদের উপসনালয়ে হামলা করছে। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সজাগ হতে হবে। কেউ যেন তাদের ক্ষতি করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। তারা আমাদের ভাই। তাদের নিরাপত্তা দেয়ার দ্বায়িত্ব আমাদের।

সমাবেশে শহর শাখার সেক্রেটারী নাসির উদ্দীনের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির মাওলানা ইকবাল হোসাইন, সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন, শহর শাখার আমীর জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য ( ০)





  • company_logo