ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জ উপজেলার সকল সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করবে। কোন প্রকার হয়রানির স্বীকার হবে না।
দীর্ঘ ১৭ বছর ধরে জামায়াতে ইসলামী শাসকদলের অবর্ণনীয় দমন পীড়নে অস্তিত সংকটে পড়েছিল। শাসকদল রাজনীতির মাঠ থেকে জামায়াতকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। জামায়াত ইইসলামী এখন থেকে জনগনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নত সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে। আমরা সকল শ্রেণী পেশার মানুষে বাক স্বাধীনতায় বিশ্বাসী। সংখ্যালঘুসহ সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে এই বাংলার মাটিতে। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা কারো বিরুদ্ধে আইন হাতে তুলে নিব না। স্বীকৃত অপরাধীদের আইনের মাধ্যমে বিচার হবে। মঙ্গলবার সিনেমা হল রোডে আহার রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধক্ষ্য মাওলানা মনজুরুল হক হাসান এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোহাম্মদ বারকাতুল্লাহ, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ তানহার আলী, অর্থ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর কবির, শুরা ও কর্ম পরিষদ সদস্য শোয়েব মোহাম্মদ রুপু, শুরা ও কর্ম পরিষদ সদস্য এইচ এম মাজহারুল ইসলাম, উপজেলা ছাত্র শিবির সভাপতি আবু নাঈমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ময়মনসিংহ প্রতিনিধি: “বেশি করে হাঁটো, ডাক্তার থেকে দ...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শার...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজে...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজ...
মন্তব্য ( ০)