• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জ শহরে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ

  • সমগ্র বাংলা
  • ০৩ আগস্ট, ২০২৪ ১৮:২৩:৫৮

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের হত্যার বিচার ও নয় দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল নারায়ণগঞ্জ। শনিবার সকাল সাড়ে এগারোটা থেকে শহরের দুই নাম্বার গেট, চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার ও বিজয়স্তম্ভের সামনে গণমিছিল এবং বিক্ষোভ কর্মসূচি অংশনেয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

এসময় তারা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেয়। এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভ অবস্থানের কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছে রোগী, নারী ও শিশুরা। বন্ধ রয়েছে শহরের মার্কেট ও বিপনি বিতান গুলো।

চাষাঢ়ায় বিজিবি'র গাড়ী আটক করে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড দখল করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান,আমাদের ভাইদের বুকে গুলি করে তাদের হত্যা করে সাধারণ শিক্ষার্থীদের আটক করে সরকার আমাদের বাধ্য করেছে রাস্তায় অবস্থান নেয়ার।আমাদের ৯ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

মন্তব্য ( ০)





  • company_logo