ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ কোটা বিরোধী আন্দোলনে অনুপ্রবেশকারী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও দেশ বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাবনা জেলা আওয়ামী লীগ।
শুক্রবার (০২ জুলাই) রাতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয় সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে ফিরে শেষ হয়।
এর আগে দলীয় কার্যালযয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বক্তব্যকালে তিনি বলেন, যারা কোটাবিরোধী আন্দোলনে অনুপ্রবেশ করে দেশে সহিংসতা ও অরাজকতার চেষ্টা চালাচ্ছে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। বিএনপি-জামায়াত কখনো দেশের ভাল চায় না, তারা চায় দেশকে অশান্ত করতে।
তাই তাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে। এ সময় পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সোহেল হাসান শাহীন ও পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান সহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ দৈনিক করতোয়া পত্রিকার কুড়িগ্রাম জেলা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে টিসিবি’র পণ্য...
ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিএফজির উদ...
মন্তব্য ( ০)