• সমগ্র বাংলা

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা পুলিশী বাধা ভেদ করে শিক্ষার্থীদের কর্মসূচি পালন

  • সমগ্র বাংলা
  • ০২ আগস্ট, ২০২৪ ২২:০৫:২৮

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে এবং পুলিশী বেস্টনী ভেদ করে বিক্ষোভসহ মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে সন্ধ্যা সাড়ে ৬ টায় শহরের বালুবাড়ী শহীদ মিনার চত্তরে জড়ো হন শিক্ষার্থীরা। এসময় প্রথম দফায় মোমবাতি প্রজ্জলন করে দাবির পক্ষে নানান শ্লোগান দেয় তারা।

এসময় পুলিশী বেস্টনী ভেদ করে শান্তিপূর্ণ ভাবে মিছিলসহ শহরের প্রধান সড়কে বিক্ষোভসহ গোর এ শহীদ বড় ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে মোমবাতি প্রজ্জলন এবং জাতীয় সংগিতসহ দেশাত্মবোধক গান গেয়ে দাবির পক্ষে নানান শ্লোগান দেয় শিক্ষার্থীরা।

কোটা বিরোধী আন্দোলনে নিহতদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করেছে তারা। এসময় শিক্ষার্থীদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক অভিভাবকে কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। শহীদ মিনারে কর্মসূচি শেষে শহরের প্রধান সড়কে আবারো বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তবে বাধা না থাকায় শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি শেষে ঘরে ফিরে বিক্ষোভকারিরা।

মন্তব্য ( ০)





  • company_logo