• সমগ্র বাংলা

উলিপুরে জোবায়ের হত্যার আসামিদের গ্রেপ্তারে মানববন্ধন

  • সমগ্র বাংলা
  • ০১ আগস্ট, ২০২৪ ১৯:১৪:০২

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে কলেজছাত্র জোবায়ের আমিন হত্যা মামলায় গেলো ১৩ দিনেও আসামি গ্রেপ্তার না হওয়ার ১২ ঘন্টার মধ্যে এজহারভুক্ত প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করতে আল্টিমেটাম দিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে এ হত্যা মামলাকে ঘিরে মানববন্ধন কালে এ হুশিয়ারি দেয়া হয়। মানববন্ধনটি উপজেলার প্রধান সড়ক ঘুরে পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। এসময় নিহত জোবায়েরের পরিবারের পক্ষ থেকে আসামিদের গ্রেপ্তারের দাবি চাওয়া হয়।

জিয়াউর আমিন বলেন, এ ঘটনাকে ঘিরে আজ ১৩ দিন পাড় হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। প্রশাসনের এমন নিরব ভুমিকা কেন? এই হত্যাকাণ্ডের আগামি ১২ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ওই এলাকার দুই শতাধিক নারী-পুরুষ সহ নিহতের পরিবার ও বন্ধুবান্ধব অংশগ্রহণ করেছেন।

মানববন্ধন চলাকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহীন উপস্থিত থেকে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছেন। আমাদের পক্ষ থেকেও থানায় কথা বলা হয়েছে। ওসি প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, আসামি ধরতে পুলিশ কাজ করে যাচ্ছেন। খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।

মন্তব্য ( ০)





  • company_logo