ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে প্রায় ৫০০ মিটার রাস্তা জুড়ে রহস্যময় রক্তের দাগ দেখে এলাকাবাসী আতঙ্কিত। ঘটনাটি উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের কিশামত মালতি বাড়ী গ্রামে। গতকাল ৩১ জুলাই সকালে স্থানীয় মানুষ জন প্রায় ৫শ মিটার রাস্তা জুড়ে রক্তের দাগ দেখে পুলিশে খবর দিলে ওই ইউনিয়নের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই গোলক চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করলেও কোন আইনি ব্যবস্থা গ্রহন করেনি বলে স্থানীয়রা জানান।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই এলাকার নুরুল ইসলাম মাষ্টারের পুকুর পাড় থেকে ওই এলাকার মৃত জমির উদ্দিন ভুটুর পুকুরের ঘাট পর্যন্ত রক্তের দাগ দেখা গেছে। এ ব্যাপারে স্থানীয় ফুলজার হোসেনের সাথে কথা হলে তিনি জানান, এতদুর পথ জুড়ে রক্তের দাগ রহস্যময়। পুলিশ ঘটনাস্থলে আসলে ও রহস্য উদঘাটনে পুকুরে কাউকে নামে দেয়নি। এ ঘটনায় এসআই গোলক চন্দের সাথে কথা হলে তিনি জানান, যেহেতু ওই এলাকার কেউ নিখোঁজ নাই, তাই বিষয়টি আমলে নেয়া হয়নি। ওলিপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্করের সাথে কথা হলে তিনি জানান, ঘটনাটি শোনার পর ওই এলাকার দায়িত্বরত এসআই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যেহেতু আপনারা সাংবাদিকরা বলছেন তাই ওই রক্তের দাগের এলাকা পরিদর্শন করব।
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ...
নিউজ ডেস্কঃ পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বি...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের শা...
মন্তব্য ( ০)