ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ আড়াইহাজারে ছুরিকাঘাতে মো. আলমগীর (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৩১ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার সোনাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর সোনাকান্দা গ্রামের বাসিন্দা।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনরা জানান, বুধবার রাতে পরিবার পরিজন নিয়ে আলমগীর তার শয়ণ কক্ষে শুয়ে নিদ্রা যাপন করছিলেন। এ সময় ৫/৬ দুর্বৃত্তরা বোরকা পড়ে এসে টিনশেড ভবনের দরজা খুলে ভিতরে প্রবেশ করেই মশারী উল্টিয়ে আলমগীরের পেটে ছুরিকাঘাত করে। বাঁধা দিতে গেলে দুর্বৃত্তরা তার স্ত্রীকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এসময় স্ত্রী আছমা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে আহত আলমগীর ও তার স্ত্রীকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। বৃহষ্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে। স্ত্রী আছমা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ জানান, বুধবার রাতে সোনাকান্দা গ্রামে আলমগীর নামে যুবক ছুরিকাঘাতে নিহত হন। যুবকের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে এখনও কাউকে আটক করা হয়নি, মামলা প্রক্রিয়াধীন।
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ...
নিউজ ডেস্কঃ পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বি...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের শা...
মন্তব্য ( ০)