• তথ্য ও প্রযুক্তি

মোবাইল ইন্টারনেট ডাটার মেয়াদ রাখা যাবে না: পলক

  • তথ্য ও প্রযুক্তি
  • ০১ আগস্ট, ২০২৪ ১৫:৪১:৩৮

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মোবাইল ফোনে ব্যবহৃত ইন্টারনেট ডাটার কোনো মেয়াদ রাখা যাবে না। কেউ না মানলে ব্যবস্থা নেওয়া হবে।তিনি আজ দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে টেলিকম খাতসংশ্লিষ্টদের সঙ্গে বৈঠবে এসব কথা বলেন।

 এই সময় প্রতিমন্ত্রী জানান, কোটা সংস্কার আন্দোলনে চলমান সহিংসতায় এ পর্যন্ত অবকাঠামো ও ব্যবসা-বাণিজ্য মিলে প্রায় ১৮ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সাম্প্রতিক সহিংসতার কারণে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সাত লাখ ফ্রিল্যান্সারকে ক্যাশ ইনসেনটিভ দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে প্রতিমন্ত্রী পলক জানিয়েছেন।

মন্তব্য ( ০)





  • company_logo