ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: “ভরবো মাছে মোদের দেশে-গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা শেষে উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন এমপি।
উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম সানোয়ার রাসেলের সঞ্চালনায় এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম সানোয়ার রাসেল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুবুল আলম, ভাইস চেয়ারম্যান শেখ ওয়ালী উল্লাহ্ রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও উপজেলার মৎস্য খামারি ও মৎস্য খাদ্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ...
নিউজ ডেস্কঃ পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বি...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের শা...
মন্তব্য ( ০)