ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকেলে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় উপজেলার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি, মেহের আফরোজ চুমকি এমপি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুবকর চৌধূরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস , ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস, ৪ আগস্ট শেখ কামাল ও ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্ম দিবস পালনের নানা কর্মসূচি গ্রহন কার হয়। এছাড়া বর্ধিত সভায় দেশের বর্তমান সার্বিক পরিস্থিতির উপর আলোচনা করা হয়।
এ সময় গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ...
নিউজ ডেস্কঃ পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বি...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের শা...
মন্তব্য ( ০)