• সমগ্র বাংলা

মাগুরায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

  • সমগ্র বাংলা
  • ৩১ জুলাই, ২০২৪ ১৮:৩৮:০৪

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি : “ভরবো  মাছে মোদের দেশে-গড়বো স্মার্ট বাংলাদেশ”  এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ বুধবার মাগুরায় র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাগুরা জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে  সকাল ১০ টায় নির্ধারিত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর  থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "চাঁদের হাট" এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা সিভিল সার্জন মোঃ শামিম কবির, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ সহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন, আমরা মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ । তবে আমাদের দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের দিকে মৎস্য চাষিদের আরো বেশি মনোযোগী হতে হবে। তা না হলে দেশী মাছ বিলুপ্ত হয়ে যাবে।আলোচনা সভা শেষে চার জন মৎস্য চাষিকে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। 

মন্তব্য ( ০)





  • company_logo