ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বর্নিল আয়োজনের মধ্যে দিয়ে 'জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪' পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা,মাছের পোনা অবমুক্তকরন, আলোচনাসভা ও সফল মৎস্য চাষীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।
বুধবার (৩১শে জুলাই) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্ত্তী।
"নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সন। এর আগে আগত অতিথি ও মৎস্য চাষী, মৎস্য জীবিতের নিয়ে শোভাযাত্রা শেষে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার ভূঁইয়া,ভাইস চেয়ারম্যান এবিএম ইব্রাহিম খলিল, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন আল রশিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জীবাংসু দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন , সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, নির্বাচন কর্মকর্তা হাচেন উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, এলজিইডি কর্মকর্তা মোঃ শাহ আলম, মৎস্য জীবি, মৎস্য চাষী প্রমুখ।
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ...
নিউজ ডেস্কঃ পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বি...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের শা...
মন্তব্য ( ০)