ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় অভিযান চালিয়ে সাড়ে ৪২ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। সোমবার (২৯ জুলাই) দিবাগত রাত দশটার দিকে তাকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় মদ ও একটি সিএনজি অটোরিকশা।
আটক ব্যক্তির নাম বাবু হোসেন (৩২)। তিনি পাবনা পৌর সদরের শালগাড়িয়া উত্তরপাড়া মহল্লার মৃত তুকান প্রামানিকের ছেলে।
র্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র্যাবের একটি দল মাধপুর-সাঁথিয়াগামী রাস্তায় মাইবাড়িয়া মোড়ে তামিম সাইকেল ষ্টোরের সামনে থেকে বাবু হোসেনকে আটক করে। এ সময় সাড়ে ৪২ লিটার দেশীয় তৈরী চোলাইমদ এবং মাদকদ্রব্য বহন কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, আটক ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় দেশীয় তৈরী চোলাই মদ বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে মামলা দায়ের করে আটক মাদক ব্যবসায়ীকে জব্দকৃত আলামতসহ সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।
ময়মনসিংহ প্রতিনিধি: “বেশি করে হাঁটো, ডাক্তার থেকে দ...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শার...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজে...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজ...
মন্তব্য ( ০)