• রাজনীতি
  • লিড নিউজ

সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের ছাড় দেওয়া হবেনা: ইকবালুর রহিম 

  • রাজনীতি
  • লিড নিউজ
  • ২৯ জুলাই, ২০২৪ ১৫:৪৭:১৪

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, যারা দিনের আলোয় আওয়ামী লীগ, আর রাতের আধারে বিএনপি জামায়াত শিবিরের সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয় তাদের ছাড় দেওয়া হবেনা। বিচার করা হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে এধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন হুইপ। 

আজ সোমবার দিনাজপুরের পৌর শহরের আভ্যন্তরিন দুইটি সড়কের পূর্ন নির্মান কাজের ফোলক উম্মোচনের সময় দেওয়া বক্তব্যে ওই হুঁশিয়ার দিয়েছেন তিনি। 

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী একের পর এক সড়ক নির্মান করা হচ্ছে জানিয়ে হুইপ বলেন, ইতমধ্যে বেশ কয়েকটি সড়ক পুর্ন নির্মান করা হয়েছে৷ আগামী এক মাসের মধ্যে টেন্ডারের মাধ্যমে ৩০ কোটি টাকা ব্যয়ে আরো কয়েকটি সড়ক পুর্ন নির্মান করা হবে। প্রতিশ্রুতির ধারাবাহিকতায় 

বাহাদুরবাজার এবং ঘাসিপাড়ায় দুইটি সড়ক নির্মানে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৯ লাখ টাকা। দূততম সময়ের মধঢে মান সম্মত কাজ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি আহবান জানিয়েছেন হুইপ।

হুইপ আরো বলেন,নাগরিক সুবিধায় ৫শত কোটি টাকার প্রকল্প অনুমোদপৌরন করা হয়েছে।  একনেকে পাশ হলে পৌরসভায় উন্নয়ন সুবিধায় নাগরিকদের দুর্ভোগ লাঘব হবে।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব দুলাল, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান, সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান, দিনাজপুরের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিমসহ অন্যান্যরা।

হুইপ বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে পেছন থেকে জাতীয় সম্পদ ধ্বংসে নাশকতা চালিয়েছে বিএনপি জামায়াত শিবিরের সন্ত্রাসীরা। তাদের লক্ষ্য ছিল সরকারের হটানোর। সন্ত্রাসীদের প্রতিহতে আইন প্রয়োগকারি সংস্হাই যথেষ্ট। কিন্তু প্রয়োজনে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিরোধে মাঠে নামবে।

মন্তব্য ( ০)





  • company_logo